মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। ক্রমাগত এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে এমনিতেই দিশেহারা মানুষ। অন্যদিকে জ্বালানি তেল, পানি, গ্যাস ও ভোজ্যতেল সহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার গুলোতে। সরকার জনগণের কথা চিন্তা করছে না। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি গতকাল রোববার পাথরঘাটা ফিশারি ঘাট এলাকায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন । সুরঞ্জন দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি মনজুর রহমান চৌধুরী, জাকির হোসেন, সাবেক কাউন্সিলর হাজী মোহাম্মদ ইসমাইল বালি, সাদেকুর রহমান রিপন, আসাদুর রহমান টিপু, মোহাম্মদ হাসান, মো. মাসুম, মোহাম্মদ সালাউদ্দিন, গোপাল, বিক্রম, মতিলাল, পলাশ, অমল, উজ্জল, মামুন, মিজান, মো. শহিদুল ইসলাম জেকি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।