নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে

ভার্চুয়াল সেমিনারে বাণিজ্যমন্ত্রী

| মঙ্গলবার , ৬ এপ্রিল, ২০২১ at ১২:২৭ অপরাহ্ণ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারণে দেশে নিত্য পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে উঠে। চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত না করে সিন্ডিকেট কর্তৃক অহেতুক মালামাল মজুদ করে রাখার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। জনগণের কষ্ট লাঘবে ডাল, চিনি, পেঁয়াজ, ছোলা ও সয়াবিন তেলসহ প্রয়োজনীয় কিছু কিছু পণ্য সারাদেশে টিসিবির মাধ্যমে একযোগে বিক্রির ফলে বাজারে নিত্য পণ্যের মূল্য ক্রমান্বয়ে কমতে শুরু করেছে। সরকারের আন্তরিকতার কারণে বাজার নিম্নমুখী। শুধু পবিত্র মাহে রমজান উপলক্ষে নয়, সবসময়ে নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। চাহিদা অনুযায়ী মালামাল মজুদসহ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে আরো আন্তরিক হতে হবে। তবে রমজানের অজুহাতে বাজার অস্থির করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গতকাল সোমবার পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনদের ভূমিকা-শীর্ষক চট্টগ্রাম বিভাগীয় সেমিনারে (ভার্চুয়াল) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন সেমিনারের আয়োজন করেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উদ্দিন, চসিক মেয়র এম. রেজাউল করিম, বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চিটাগাং চেম্বার সভাপতি মাহাবুবুল আলম, খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, এফবিসিসিআইর পরিচালক মো. মুনির হোসাইন, সাংবাদিক মহসীন কাজী, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের উপ-পরিচালক মো. আনোয়ার-উল হালিম, জিএম সালেহ উদ্দীন,প্রফেসর আবু নোমান, আমদানিকারক আবুল বাশার চৌধুরী, এস এম নিজাম উদ্দিন প্রমূখ। ভার্চুয়াল সেমিনারে অতিরিক্ত বিভাগীয় কমিশনারগণ, বাণিজ্য মন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জেলার ডিসি, এডিসি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ক্যাব নেতৃবৃন্দ ও আমদানিকারকগণ সংযুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকলোনিতে অস্ত্র গুলিসহ আটক ১
পরবর্তী নিবন্ধলকডাউন বাড়ছে কিনা জানা যাবে বৃহস্পতিবার