নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার দাবিতে রিকশা মিছিল

ক্যাবের উদ্যোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২৪ পূর্বাহ্ণ

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের উদ্যোগে পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখার দাবিতে রিকশা মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের প্রশ্রয় ও আইন প্রয়োগে শৈথিল্যের কারণে প্রতিবছর রমজানে অসাধু সিন্ডিকেট কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ পায়। সরকার চাল, ভোজ্যতেল, চিনি ও খেজুর আমদানির ওপর শুল্ক কমিয়েছে। খাদ্যপণ্য আমদানির ওপর পাঁচ শতাংশ রাজস্ব কর হ্রাস করা হয়েছে। কিন্তু দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের চাক্তাইখাতুনগঞ্জে এর কোনো প্রভাব নেই। দাম কমার পরিবর্তে উল্টো ভোজ্যতেলের দাম বেড়েছে লিটারে দুই টাকার কাছাকাছি। পেঁয়াজের দামও আগের মতোই অস্থির।

বক্তারা বলেন, রমজানে মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে মূল্যছাড় হলেও বাংলাদেশে তার বিপরীত। একশ্রেণির ব্যবসায়ীর নীতি– ‘রমজানে একমাস ব্যবসা করব, ১১ মাস বসে বসে খাব’! সে কারণে রমাজান মাসে মৌসুমী ব্যবসায়ীর ছাড়াছড়ি, আর হাত বদল হলেই লাভের অংক বাড়ে কয়েকগুণ।

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহনগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় রিকশা মিছিল ও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ড. ইদ্রিস আলী, ন্যাপ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাস গুপ্ত, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভূঁইয়া, ক্যাব চকবাজারের আবদুল আলীম, ক্যাব বায়েজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ব ম হুমায়ুন কবির, ক্যাব হাটহাজারীর লায়লা ইয়াছমিন, ক্যাব যুব গ্রুপের রাসেল উদ্দীন, এমদাদুল ইসলাম, আবরারুল করিম নেহাল, আরাফাত হোসেন, সাফার আহমেদ, তানিয়া সুলতানা, রাকিবুল ইসলাম, আতিশ বড়ুয়া, কোবাইস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন