নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখার দাবি

জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

ভোক্তাদের সুবিধার্থে মনিটরিং এর মাধ্যমে সারাদেশে নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখার দাবিতে চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ গত ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মমিনুর রহমানকে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, বিশ্ব বাজারে কিছু কিছু ভোগপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এদেশে তার প্রভাব পড়েছে। এছাড়া নিত্যপণ্য বাজারে কোথাও কোন অনিয়ম হলে আপনারা তাৎক্ষণিক প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করবেন দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুজিত কুমার দাশ, কামাল উদ্দীন চৌধুরী, আলী আহমেদ শাহীন, প্রণবরাজ বড়ুয়া, নজরুল ইসলাম খান, ওসমান গণি, রমিজ উদ্দীন আহমেদ, এস এম লিয়াকত হোসেন, এস এম হাসান উদ্দীন, পারভীন আক্তার চৌধুুরী, ইয়ামিন আক্তার, পারভীন চৌধুরী, হারুন রশিদ, মো. তিতাস, জি এম ফয়সাল পারভেজ, শারমিন আক্তার শান্তা, সৈয়দা তাহসিনাতুল হামরা, সেলিম উদ্দীন ডিবলু, আলমগীর চৌধুরী, আসিফ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝর্ণাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধঅসুস্থদের ও বয়স্কদের মাঝে এম মনজুর আলমের চিকিৎসা সহায়তা প্রদান