আসন্ন রমজানে নিত্য প্রয়াজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নগরীর রিয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ি বাজারে গতকাল বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় চালের দোকান, মুদির দোকান ও সবজির বাজারে ক্রয়–বিক্রয় মূল্যের ব্যাপক অসঙ্গতি পাওয়া গেছে। বেশিরভাগ দোকানদারই পণ্যের ক্রয় রশিদ দেখাতে পারেনি। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ডে ত্রুটির দায়ে ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয় এবং ছয় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জিইসি মোড়ের সানমারের একটি রেস্টুরেন্টকে অব্যবস্থাপনার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রিয়াজউদ্দিন বাজারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ও প্রতীক দত্ত অভিযান পরিচালনা করেন। অন্যদিকে কাজীর দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। অভিযানে ভোজ্য তেল, সিলিন্ডার গ্যাস, চাল, চিনি, পেঁয়াজ, খেজুর, সবজি, মাছের বাজার, গরুর মাংসের বাজার, পোল্ট্রিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়–বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, কিছু অসাধু ব্যবসায়ী রমজান মাস এলেই পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করে। যার ফলে আমরা আগে থেকেই অভিযান শুরু করেছি। যারাই কারসাজি করবে বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি একটি ফলের দোকান, একটি সবজির দোকান ও একটি খেজুরের দোকানকে মোট চার হাজার টাকা জরিমানা করেছেন বলেও জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি ফলের দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল দোকানের ডিজিটাল বাটখারা বিএসটিআই প্রতিনিধির মাধ্যমে পরীক্ষা করা হয়। ক্রয়–বিক্রয় মূল্যের রশিদ যাচাই, বিভিন্ন প্যাকেটজাত পণ্যের মেয়াদ যাচাই, চিনি, খেজুর, ছোলা ও তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়। এ সময় সানমারের একটি রেস্টুরেন্টকেও পাঁচ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটট প্রতীক দত্ত বলেন, রিয়াজউদ্দিন বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছে ক্রয়–বিক্রয়ের রশিদ পাওয়া যায়নি। এ বিষয়ে তাদেরকে সতর্ক হতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি একটি ডিম ও একটি ফলের দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আনসার, র্যাব বিএসটিআই, সিএমপি, ক্যাব ও কৃষি বিপণন কর্মকর্তা জেলা প্রশাসনকে সহায়তা দেয়।