নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার কোর্ট বিল্ডিং ডিসি হিলে মানববন্ধন ও পরবর্তীতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ক্যাব চট্টগ্রামের নেতৃবৃন্দ। মানববন্ধন ও স্মরকলিপিতে ক্যাব নেতৃবৃন্দ অভিযোগ করেন সামপ্রতিক সময়ে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে। বিশেষত আলু, পেঁয়াজ, সবজি এবং সয়াবিন তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের নাভিশ্বাস অবস্থা। বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু মান ভেদে এখনো ৭৫–৮০ টাকা, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১১৫–১৩০ টাকা এবং খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৬৫–১৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও সামপ্রতিক বছরগুলোতে নভেম্বর মাসে এমন চড়া দামে আলু বিক্রি হতে দেখা যায়নি। মূলত আলুর হিমাগার পর্যায়ে হিমাগার মালিক, বেপারী ও কমিশন এজেন্টসদের কারসাজিতে হাতবদল ও সরবরাহ নিয়ন্ত্রণের কারণেই এবার আলুর দামের এই উর্ধ্বগতি। হিমাগারে বিপুল মজুদ থাকলেও স্থানীয় কমিশন এজেন্টস ও আড়তদাররা নানা অজুহাতে দাম বাড়িয়ে অস্থিরতা তৈরী করছেন। আবার দাম নিয়ন্ত্রণ বা আলুর সরবরাহ স্বাভাবিক রাখতে হিমাগার ও আড়তদার পর্যায়ে যথাযথ তদারকি নাই। আর এই তদারকি না থাকায় আলুর মতো পেঁয়াজের দাম ও অনেক বেশি।
এপরিস্থিতি সরকারি বাজার তদারিক সংস্থা গুলোকে কঠোরভাবে আইন প্রয়োগ না করলে জনভোগান্তি কমবে না। পরে জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে স্মারকলিপিতে–৮দফা দাবিনামা পেশ করা হয়। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ শাহীন চৌধুরী, হারুন গফুর ভুইয়া, আবদুল আওয়াল শাহীন, রাসেল উদ্দীন, সিদরাতুল মুনতাহা, রাইসুল ইসলাম, আবু হাসান আজমী প্রমুখ।