নিঝুমকে অপহরণের চেষ্টা করা গাড়িটি আরেক চিত্রনায়িকার!

| শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:১৬ পূর্বাহ্ণ

রাইড শেয়ারিং অ্যাপে গাড়ি ডেকে রাজধানীর বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপহরণের চেষ্টার শিকার হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। পরে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশের মাধ্যমে জানা গেছে, যে গাড়িটি দিয়ে অপহরণের চেষ্টা করা হয়েছে তা আরেক চিত্রনায়িকার। খবর বাংলানিউজের।

গত বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে নিঝুম রুবিনা বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, কিন্তু এই ঘটনায় সে জড়িত কি না তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারব।

নিঝুম রুবিনার স্বামী রাহুল বলেন, আমরা এরই মধ্যে জেনে গেছি যে গাড়িটি কোন নায়িকার, কিন্তু আমরা আপাতত নাম প্রকাশ করছি না। ঘটনাটি পরিকল্পিত অপহরণ নাকি অন্য কিছু বুঝতে পারছি না। আগে গাড়ির চালককে আটক করতে হবে, তারপর পুরো ঘটনা জানা যাবে।

এ বিষয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল গণমাধ্যমকে বলেন, তদন্ত চলমান রয়েছে। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। এরই মধ্যে গাড়ির মালিককে ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। আরও কয়েক বার ফোন দেওয়ারও পরও না ধরলে তার বাসায় যাওয়া হবে। এর আগে গেল মঙ্গলবার দুপুরে অপহরণ চেষ্টার শিকার হন নিঝুম রুবিনা। পরে বুধবার বিকেলে হাতিরঝিল থানায় একটি জিডি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের শেষ রাউন্ডের উত্তেজনা কাল থেকে প্লে-অফে কারা খেলবে নির্ধারিত হবে এই রাউন্ডে
পরবর্তী নিবন্ধমুক্তি পেল ‘আয়নাবাজি’ নির্মাতার নতুন সিনেমা