মীরসরাইয়ে চরম পারিবারিক কলহের জেরে পিতার হাতে নিহত হয়েছে তারই একমাত্র পুত্র। ঘাতক পিতা মোঃ নুরের জামান (৫৫) ও তার সঙ্গে থাকা নারী আনোয়ারা বেগম (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৭ ও র্যাব-৯ এর যৌথ দল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বহদ্দারহাট ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিং এসব তথ্য নিশ্চিত করে র্যাব-৭।
জানা যায়, দীর্ঘ ৩০ বছরের সৌদি প্রবাসী নুরের জামান সম্প্রতি দেশে ফেরেন। অভিযোগ রয়েছে, প্রবাসে থাকা অবস্থায় তিনি এক নারীর সঙ্গে সংসার শুরু করেন। সেই নারীকে ‘বন্ধুর স্ত্রী’ পরিচয়ে গত ১১ আগস্ট মেয়ের বিয়েতে আনেন, যা নিয়ে স্ত্রী কামরুল জাহানের সঙ্গে তীব্র বিবাদ হয়।
১০ সেপ্টেম্বর স্ত্রীর সঙ্গে বিরোধের এক পর্যায়ে স্ত্রী ও সন্তানরা মীরসরাইয়ের গ্রামের বাড়িতে পৌঁছালে উত্তেজনার সূত্রপাত ঘটে। এ সময় নুরের জামান তার স্ত্রীকে ছুরিকাঘাত করতে গেলে ছেলে শাহেদ বাধা দিলে ছেলের বুকেই ছুরি চালিয়ে দেন তিনি। ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘাতক পিতা।
নিহতের মা বাদী হয়ে পরদিন মীরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৫)।
ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত। র্যাবের গোয়েন্দা নজরদারিতে অবস্থান শনাক্ত হলে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে উভয়কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।