নিজ বাসা ও গাছে দুই যুবকের ঝুলন্ত লাশ

পাঁচলাইশ ও আকবরশাহ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৫:০৭ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় মো. কামরুল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে আকবরশাহ থানাধীন হারবাতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তার বাসার অদূরে একটি গাছের সঙ্গে বেল্ট দিয়ে গলা পেঁচানো অবস্থায় লাশটি ঝুলছিল। কামরুল ইসলাম ফেনীর সোনাগাজী থানার সোনাপুর চরডুব্বার এলাকার মো. হাফিজ উল্লাহর ছেলে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর।
কামরুলের পরিবার সূত্রে জানা যায়, রাতে খাবার খেতে বসেছিলেন কামরুল। এমন সময় তার মোবাইলে একটি কল আসে। ফোনে কথা বলতে বলতে তিনি বাসা থেকে বের হয়ে যান। দীর্ঘক্ষণ বাসায় না ফেরায় তার মোবাইলে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। সারা রাত এদিক-সেদিক খোঁজাখুঁজি করেও কামরুলকে পাওয়া যায়নি। সকালে বাড়ির অদূরে একটি গাছের সঙ্গে বেল্ট দিয়ে গলা পেঁচানো অবস্থায় কামরুলকে দেখতে পেয়ে প্রতিবেশীরা খবর দেয়। প্রেমিকার সাথে অভিমান করে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর আজাদীকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
পাঁচলাইশে যুবকের ঝুলন্ত মরদেহ : পাঁচলাইশে অর্নব দাশ (২৩) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় থানাধীন কালারপুল এলাকার ইম্প্রেসিভ টাওয়ারের নিজ বাসা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। বাসার একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ওই যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল।
প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে বলে জানান পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান। তবে ঘটনাস্থলে যাওয়া পাঁচলাইশ থানার এসআই কাজী মাসুম আজাদীকে বলেন, ওই যুবক ভাঙারির ব্যবসা করতেন বলে তার পরিবারের লোকজন জানিয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এসআই কাজী মাসুম।

পূর্ববর্তী নিবন্ধআইইউটি এবং আইআইইউসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
পরবর্তী নিবন্ধহাউজিং সোসাইটি মসজিদে আবদুল কাদের জিলানীর (রা:) বংশধরের নামাজ আদায়