নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এরশাদ উল্লাহ

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপির প্রতিটি নেতাকর্মী যেন নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ান। সেই নির্দেশ অনুযায়ী আমি চট্টগ্রামের প্রতিটি এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে যাচ্ছি। গতকাল বৃহস্পতিবার নগরীর চান্দগাঁও শমশের পাড়ায় সকাল ১১টায় পিএইচপি গ্রুপের সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছে বিএনপি। এজন্য দেশের প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সকল ধরনের সেবা প্রদানের লক্ষে ৩১ দফার আলোকে একটি নির্দিষ্ট পন্থায় এগুচ্ছে বিএনপি। খুনী হাসিনা সরকার দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করে পালিয়ে গেছে। দেশকে একটি উন্নত বাংলাদেশে রূপ দিতে কাজ করছেন তারেক রহমান। নগর শ্রমিক নেতা মোহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাফর আহমদ, সাবেক যুবদল নেতা মো. এসকান্দর, মো. আলমগীর, আবদুল করিম, মো. হারুন, মো. রহিম, মো. আজগর ও জিয়াউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ শহীদজায়া বেগম মুশতারী শফীর ৩য় মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধআজ মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন