নিজ দলের নেতাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুকইওল গত মঙ্গলবার রাতে সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার সময় নিজ ক্ষমতাসীন দলের নেতা হান ডংহুনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। এ তালিকায় আরও ছিলেন প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পার্টির নেতা লি জেমিউং এবং আরও তিনজন বিরোধী আইনপ্রণেতাও। জাতীয় গোয়েন্দা দপ্তরের উপপরিচালক হং জ্যাংওন একথা জানিয়েছেন। তিনি বলেন, “প্রেসিডেন্ট সামরিক আইন জারির সুযোগকে কাজে লাগিয়ে তাদেরকে গ্রেপ্তার করা এবং দৃশ্যপট থেকে মুছে ফেলতে চেয়েছিলেন।” গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দলগুলো জরুরি বৈঠকে বসার পর এ বিষয়টি সামনে এসেছে। এমপি’রা প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে অভিসংশন ভোট করার পরিকল্পনা করছেন। খবর বিডিনিউজের।

আজ শনিবারেই এ ভোট হওয়ার কথা রয়েছে। দুইতৃতীয়াংশ এমপি প্রস্তাবের পক্ষে ভোট দিলে সেটি পাস হবে বলে জানিয়েছে বিবিসি। ৩০০ সদস্যের পার্লামেন্টে বিরোধীদলের সংখ্যাগরিষ্ঠতা আছে। তারপরও ক্ষমতাসীন দলের অন্তত আটজন এমপি’র সমর্থন লাগবে অভিশংসন প্রস্তাবটি পাসের জন্য প্রয়োজনীয় ২০০ ভোট পেতে। প্রেসিডেন্ট ইউনের নিজ দলই বিরোধীদের সঙ্গে যোগ দিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেএমন লক্ষণই এখন স্পষ্ট। ইউনের ক্ষমতাসীন দলের নেতা শুক্রবার দ্রুত তাকে বরখাস্ত করার আহ্বানও জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় ফারজানা করিমের মনোমুগ্ধকর আবৃত্তি সন্ধ্যা
পরবর্তী নিবন্ধবিশ্ব তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে, সতর্ক করল যুক্তরাজ্য