বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেছেন, নিজ নিজ জায়গা থেকে মানুষের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে। গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী ও সভাপতিত্ব করেন থানা আমীর অধ্যক্ষ মো. সেলিম। প্রেস বিজ্ঞপ্তি।