নিজ ঘরে গৃহবধূর লাশ

স্বামী আটক

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ জুন, ২০২২ at ১১:২৩ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন কুলগাঁও মাইজপাড়ার মঞ্জুর কলোনিতে শাহানা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শাহানা আক্তার ফেনীর সোনাগাজী চরশাহ ভিকারি এলাকার নূর নবীর স্ত্রী। তারা বায়েজিদের কুলগাঁও মাইজপাড়ার মঞ্জুর কলোনিতে বসবাস করতেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী নূর নবীকে আটক করেছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কুলগাঁও মাইজপাড়ার মঞ্জুর কলোনির ১৫ নম্বর রুম থেকে গৃহবধূ শাহানা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে।

বিকেল ৫টা থেকে সাড়ে ৬টার যেকোনো সময় তাকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী নূর নবীকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাস চাপায় পুলিশ সদস্য নিহত
পরবর্তী নিবন্ধরাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কা, পোশাককর্মী নিহত