ফটিকছড়িতে মো. ইউসুফ নামের এক পোলট্রি খামার মালিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে ৮টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের পূর্ব হাসনাবাদ নিজ মাছের প্রজেক্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পোলট্রি মালিক মো. ইউসুফ (৩৮) একই এলাকার মৃত আবুল কালামের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন বলেন, রাতে তিনি বাসা থেকে বের হওয়ার পর আর ফিরেনি। সকাল পাঁচটার দিকে বাড়ি থেকে সাড়ে চারশ ফুট দূরে নিজ মাছের প্রজেক্টের সামনে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, সকালে খবর পেয়ে তার বাড়ি থেকে চার’শ গজ দূর থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করেছি। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এখনো এ বিষয়ে কেউ কোন অভিযোগে করেনি।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।