ফটিকছড়ির নারায়ণহাটে এনআইডি কার্ড, জাতীয়তা সনদ, চেয়ারম্যান সনদসহ বিভিন্ন প্রকার সনদ জালিয়াতির অভিযোগে আইয়ুব আলী নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটকের পর ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আটককৃত আইয়ুব আলী নারায়ণহাট ইউপির যুগ্যারখীল এলাকার পশ্চিম চানপুরের শফিকুর রহমানের ছেলে। গতকাল শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনাকালে এ দণ্ড দেন। এসময় আটককৃত ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ এনআইডি কার্ড, এনআইডি কার্ডের ফটোকপি, জাতীয়তা সনদ, চেয়ারম্যান সনদসহ বিভিন্ন প্রকার সনদ পাওয়া যায়।
জানা যায়, আইয়ুব আলী তার কম্পিউটারের দোকান থেকে এলাকার নাগরিকদের বিভিন্ন প্রকার সনদের আবেদন করে দেন। এছাড়া অনেক ক্ষেত্রে চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে নিজেই স্বাক্ষর করেন। অতীতেও তার জালিয়াতির কার্যক্রম ধরা পড়লে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর তৎকালীন নারায়নহাট ইউপি চেয়ারম্যান তার কাছ থেকে মুচলেকা নেন। কিন্তু তারপরেও তিনি তার অবৈধ কাজ অব্যাহত রেখেছিলেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে নারায়নহাট ইউনিয়ন চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে প্রস্তুতকৃত ৩টি জাতীয়তা সনদ জব্দ করা হয়।
এ ব্যাপারে এসিল্যান্ড মেজবাহ উদ্দিন বলেন, ফটিকছড়িতে যেকোনো আইন বিরোধী কাজের বিরুদ্ধে প্রশাসন অভিযান পরিচালনা করে যাচ্ছে। এ তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।