নিজ কক্ষে গৃহবধূর ঝুলন্ত লাশ, পাশে চিরকুট

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী। নিহত আয়েশা সিদ্দীকা (১৯) ওমান প্রবাসী লিয়াকত আলীর স্ত্রী। গতকাল সোমবার সকাল ১১টার দিকে তার নিজ কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন তিনি। ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘আমাকে মাফ করে দিবেন সবাই। এমন মানুষের সাথে সংসার করার চাইতে আমি নিজেই মরে যাওয়া ভালো।’

এলাকাবাসী জানান, তিন বছর আগে আয়েশার বিয়ে হয় লিয়াকত আলীর সঙ্গে। তিন মাস আগে লিয়াকত প্রবাসে যান। স্থানীয়দের দাবি, লিয়াকত ও তার পরিবারের সদস্যরা শান্তশিষ্ট হলেও আয়েশা কিছুটা মানসিক অস্থিরতায় ভুগতেন। তবে কেউ কেউ এটিকে আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলেও সন্দেহ প্রকাশ করেছেন।

ফটিকছড়ি থানার তদন্তকারী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। লাশে আত্মহত্যার সব প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে। নিহতের পরিবার ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করলেও এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের পরদিন শিশুটিকে পাওয়া গেল মুমূর্ষু অবস্থায়, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু
পরবর্তী নিবন্ধমোহাম্মদপুরের বাসায় মা-মেয়ের রক্তাক্ত লাশ