নিজের সর্বোচ্চটুকু দিতে চান লিটন

ওয়ার্ড ২৫

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

আসন্ন চসিক নির্বাচনে ২৫ নম্বর রামপুর ওয়ার্ড থেকে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী আবদুস সবুর লিটন। তিনি বিগত সময়েও এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। নিজের কর্মদক্ষতা এবং এলাকার ভোটারদের ভালোবাসায় ২৭ জানুয়ারি তিনি আবারও কাউন্সিলর নির্বাচিত হতে চান।
জনগণের ভোটে নির্বাচিত হয়ে নিজের সর্বোচ্চটুকু দিতে চান লিটন। তার ওয়ার্ডকে মাদক, জুয়া ও ভূমিদস্যু মুক্ত করে নিরাপদ ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে উপহার দিতে চান তরুণ এই রাজনীতিবিদ। নিজ অফিসে আজাদীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে নিজেকে যোগ্য প্রমাণ করতে। প্রধানমন্ত্রী আমাকে রামপুর ওয়ার্ডের জনগণের সেবা করার দায়িত্ব দিতে চান। আমিও জনগণের সেবা এবং এলাকার ইতিবাচক পরিবর্তন আনতে চাই।
আজাদী : আবার নির্বাচিত হলে এলাকাবাসীর জন্য কী করবেন ?
আবদুস সবুর লিটন: আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। কাউন্সিলর হতে চাই মানুষের সেবা করার জন্য। যদি জনগণ আমাকে নির্বাচিত করে এলাকার শিক্ষিত যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব। পুরো ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ডে রূপান্তর করব। কিছু এলাকায় পানির সংকট রয়েছে, পানির সংকট নিরসন করব। এলাকা থেকে মাদক নির্মূল করব। পুরো এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন এলাকায় পরিণত করব। যেখানে যে সমস্যা দেখব তাৎক্ষণিকভাবে তা সমাধান করব। যানজট, জলজটমুক্ত এবং পরিবেশবান্ধব, নারী ও শিশুবান্ধব, শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়াবান্ধব, বাণিজ্য অনুকুল, স্বাস্থ্যসম্মত ওয়ার্ড গড়ে তুলব।
মাদকের বিরুদ্ধে আপনার পদক্ষেপ কী হবে?
লিটন : ২৫ নং রামপুর ওয়ার্ডকে একটি মাদকমুক্ত, সুস্থ পরিবেশে গড়ে তুলতে চাই। এখানে জুয়ার স্থান হতে দেব না। এই ওয়ার্ড হবে মাদকমুক্ত একটি আদর্শ ওয়ার্ড। বিশেষ করে ভূমিদস্যুদের নির্মূল করা হবে আমার অন্যতম লক্ষ্য।
আপনার এলাকায় প্রধান সমস্যা কী? নির্বাচিত হলে কীভাবে সমাধান করবেন ?
লিটন : আমি আগেও বলেছি, আমার এলাকায় মাদকের সমস্যা রয়েছে। আমি নির্বাচিত হলে মাদকের ব্যাপারে জিরো টলারেঞ্জ নীতি গ্রহণ করব। এবার নির্বাচিত হলে যেসব এলাকায় মাদকের সমস্যা আছে সেগুলো নির্মূল করব। আর রাস্তাঘাট যেগুলো সরু আছে সেগুলো প্রশস্ত করব।
নির্বাচনী পরিবেশ নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট?
লিটন : নির্বাচনী পরিবেশ এখনো ভালো আছে। বিএনপির মেয়র প্রার্থী এবং তাদের কাউন্সিলর প্রার্থী এলাকার সুন্দর নির্বাচনী পরিবেশ বানচাল করতে চায়। আমার এলাকার জনগণ সুন্দর পরিবেশ নষ্ট হতে দেবে না। আমি চাই সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন। এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ সুষ্ঠু ভোট চায়। আমি কামরা করি, পরিবেশ শেষ পর্যন্ত সুষ্ঠু থাকুক, যাতে এলাকার জনগণ শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে প্রথম পদক্ষেপ কী হবে ?
লিটন : আমি নির্বাচিত হলে এলাকায় শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব। এলাকার তরুণ-কিশোরদের জন্য খেলাধুলার ব্যবস্থা করব। ডিজিটাল প্রযুক্তির সুবিধা বৃদ্ধি করব। যেসব অলি-গলি সরু আছে সেগুলো প্রশস্ত করার চেষ্টা করব।
জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ?
লিটন : এলাকায় নৌকার পক্ষে এবং কাউন্সিলর পদে টিফিন ক্যারিয়ারের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠুভাবে ভোট হলে ইনশাআল্লাহ নির্বাচিত হব।

পূর্ববর্তী নিবন্ধএলাকার চেহারা পাল্টে দিতে চান সাহেদ ইকবাল
পরবর্তী নিবন্ধইসিতে বিএনপির তিন অভিযোগ