নিজের পঞ্চাশ বছরে লুক দেখার অপেক্ষায় আছি : পরীমণি

| শুক্রবার , ৭ নভেম্বর, ২০২৫ at ৬:২০ পূর্বাহ্ণ

মুক্তির মিছিলে নাম লেখাল হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। খবর বাংলানিউজের। সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারণা শুরুর ঘোষণা দিতে এসে নিজের অভিজ্ঞতার ঝুলি খুললেন চিত্রনায়িকা। পরীমণি জানান, এই সিনেমায় নিজের পঞ্চাশ বছর বয়সী রূপ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। প্রচারণার শুরুতেই ভক্তদের উচ্ছ্বাস ছুঁয়ে গেছে পরীমণিকে। তিনি জানান, ইনবক্সে ভক্তরাই তাকে ‘ডোডোর গল্প’ মুক্তির খবর পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে ভীষণ এক্সাইটেড উল্লেখ করেন তিনি। ‘ডোডোর গল্প’ সিনেমার অভিজ্ঞতাকে ‘লাইফটাইম এক্সপেরিয়েন্স’ হিসেবে অভিহিত করেছেন পরীমণি। তার মতে, সিনেমাটির কাজ দুই বছর আগে শেষ হলেও এর স্মৃতি তার জীবনের অংশ হয়ে থাকবে। আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেরকম একটা লুক দিয়েছি। ওই পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার জন্যই বেশি অপেক্ষা করছি যে, কখন এই লুকটা আসবে এবং সিনেমার শেষ অংশটা।

পূর্ববর্তী নিবন্ধঋত্বিক ঘটককে নিয়ে অনুষ্ঠান শুরু আজ থেকে
পরবর্তী নিবন্ধএক মঞ্চে আসছেন জেমস ও আলী আজমত