নতুন মোটরসাইকেল কিনেছিলেন আমজাদ হোসেন (২২)। কে জানতো সেই মোটরসাইকেলই কাল হবে! মোটরসাইকেল কেনার দিনই সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। পরে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েই মৃত্যুকে আলিঙ্গন করেন আমজাদ।
শনিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে ১৪ ডিসেম্বর চট্টগ্রামের মীরসরাইয়ের নাজিরপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। এরপর তিনি নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের মো. ফারুক হোসেনের ছেলে। রবিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম। তিনি বলেন, গত ১৪ নভেম্বর আমজাদ নতুন মোটরসাইকেল কিনে। একইদিন বাড়ি থেকে মিরসরাই যাওয়ার পথে নাজিরপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।