চীনের প্রথম সারির ধনকুবেরদের সারিতে উচ্চারিত হত জনপ্রিয় অভিনেত্রী ঝাও ওয়েই’র নাম। এখন নিজের দেশেই অস্তিত্বহীন হয়ে গেছেন ঝাও। বাস করছেন দূর প্রবাস ফান্সে। চীনের নেটমাধ্যমে তার কোনও অ্যাকাউন্ট নেই। চীনে ইন্টারনেটে তার সম্পর্কে নেই কোনও তথ্য। খবর বাংলানিউজের।
এমনকি রাস্তায় রাস্তায় থাকা তার ছবিসহ বিজ্ঞাপনও রাতারাতি উধাও। কী কারণে রাতারাতি গায়েব করে দেওয়া হল ঝাওকে? কেনই বা গৃহহীন হতে হল এ অভিনেত্রীকে? এসব প্রশ্নের কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।
ঝাওয়ের জন্ম আনহুইয়ের উহুতে। ১৯৯৩ সালে স্কুলে পড়া অবস্থায় পরিচালক হুয়াং শুকিন ‘এ সোল হন্টেড বাই পেন্টিং’ সিনেমার জন্য তাকে প্রস্তাব দেন। সেই থেকেই অভিনয় জীবন শুরু তার। তবে ১৯৯৭ সালে প্রযোজক শিয়াং ইয়াও-এর টিভি সিরিজ ‘মাই ফেয়ার প্রিন্সেস’-এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান তিনি।