বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নিজের টাকায় কেনা বহরের নতুন জাহাজ ‘এমভি বাংলার প্রগতি’ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে চীনের নানইয়াং শিপইয়ার্ডে বিএসসি জাহাজটি গ্রহণ করে।
বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, আজ থেকে ‘এমভি বাংলার প্রগতি’ জাহাজটি সম্পূর্ণভাবে বিএসসি’র মালিকানায় এসেছে। শীঘ্রই এটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, বিএসসির পাঁচ দশকের ইতিহাসে এটি নিঃসন্দেহে সবচেয়ে গৌরবময় ও তাৎপর্যপূর্ণ অর্জন। এই প্রথম বিএসসি নিজস্ব অর্থায়নে জাহাজ কিনেছে। জাহাজটি যুক্ত হওয়ায় বিএসসির বহরে নতুন সংযোজন ঘটল, যা দেশের সামুদ্রিক বাণিজ্য ও নৌপরিবহন সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।












