অন্যের প্রতি দ্বায়িত্ব পালন করতে গিয়ে মাঝেমধ্যে বিরক্তবোধ করতে পারেন। বাস্তবতা হলো, আপনি নিজে যখন ভালো থাকবেন তখন অন্যকেও ভালো রাখতে পারবেন। তাই নিয়মিত পত্রিকা ও বই পড়ুন, বাগানে যান, গান শুনুন। যা করতে ভালো লাগে তাই কারুন। এতে করে পরিবারের অন্য সদস্যরাও ভালো থাকবে। পরিবারকে অগ্রাধিকার দিন, ভালো রাখুন, একসঙ্গে না থাকলেও দূরে থেকে ফোনে যোগাযোগ বাড়ান। আপনার পরিবারের সঙ্গে কাটানো সময়টা যেন জীবনের সেরা সময় হয়ে উঠে।