বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রামের সভাপতি ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি ৪ এর সাবেক গভর্নর লায়ন কামরুন মালেক বলেছেন, মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমেই সমাজে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব। আমরা প্রত্যেকেই যদি নিজেদের অধিকারের পাশাপাশি অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে মানবাধিকার প্রতিষ্ঠিত হবেই।
তিনি গতকাল সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন কাপ্তাই শাখা আয়োজিত ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
লায়ন কামরুন মালেক বলেন, মানুষের অধিকার রক্ষার কাজটা আমরা সবাই নিজেদের ঘর থেকেই শুরু করতে পারি। নিজেদের চারপাশের সবার অধিকার সুনিশ্চিত হলেই পুরো সমাজে মানবাধিকার প্রতিষ্ঠা পাবে।
দীর্ঘদিন লায়নিজমের সাথে জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশে অন্ধত্ব নিবারণে বড় পরিসরে কাজ করি। বিশ্বের সর্ববৃহৎ অরাজনৈতিক এই সেবা সংগঠনের কাজই হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়ানো। তাই আমরা সেই চেষ্টা করি। যতদিন বাঁচবো মানুষের কল্যাণে কাজ করে যাবো।
অনুষ্ঠানে উপস্থিত বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে লায়ন কামরুন মালেক বলেন, তোমরা আমাদের ভবিষ্যৎ, জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা বয়সে নবীন, মানুষের জন্য কাজ করার বিস্তর সুযোগ রয়েছে। তিনি তাদেরকে নিয়মিত অধ্যয়নের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করার আহ্বান জানান।
কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন কিন্নরিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, বাংলাদেশ মহিলা সমিতি চট্টগ্রামের প্রধান নির্বাহী ও বিশিষ্ট মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পারু, ওয়াগ্গাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী, কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ ঘোষ। দৈনিক আজাদীর কাপ্তাই প্রতিনিধি ও কাপ্তাই মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক কাজী মোশাররফ হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা নুর বেগম মিতা, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও কাপ্তাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু বক্তব্য রাখেন।












