নিজেদের সাফল্য উপভোগ করতে সমালোচকদের অনুরোধ বাবরের

| শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৫০ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণার পর থেকেই শুরু হয় তাদের নিয়ে সমালোচনা। বাদ পড়েননি অধিনায়ক বাবর আজমও। ব্যাট হাতে টানা ব্যর্থতার পর সেমি-ফাইনালে আলো ছড়িয়ে দলকে ফাইনালে তুলে সমালোচকদের একহাত নিলেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন তাদের এখন উচিত এই সাফল্য উপভোগ করা। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচে হেরে অনেকটাই খাদের কিনারায় চলে গিয়েছিল পাকিস্তান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেটের আরেকটি ‘আনপ্রেডিক্টেবল’ চিত্রনাট্য রচনা করে সবার আগে ফাইনালে জায়গা করে নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে তৃতীয়বারের মতো ফাইনালের টিকেট পেয়েছে পাকিস্তান। কিউইদের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে নেমে বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ১০৫ রানের উদ্বোধনী জুটি ভিত গড়ে দেয় সহজ জয়ের। দুজনই করেন হাফ সেঞ্চুরি। এই ম্যাচের আগে ভীষণ চাপে ছিলেন তারা। বিশেষ করে বাবর।

পূর্ববর্তী নিবন্ধশামীম-সারিকা জুটির নতুন সূচনা
পরবর্তী নিবন্ধমাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবের ফুটবল অনুশীলন শুরু