নিজেদের শক্তি মাঠেই দেখাতে চায় মোহামেডান ব্লুজ

প্রিমিয়ার ফুটবল লিগের দলবদল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফুটবল যেন যৌবন ফিরে পেয়েছে। প্রিমিয়ার ফুটবল লিগের এবারের দল বদলে একের পর এক আলোডন সৃষ্টি করে যাচ্ছে। দীর্ঘ দিন পর আবার দেখা যাচ্ছে সরব দলবদল। মুক্তিযোদ্ধা এবং কিষোয়ানের পর গতকাল বাদ্য বাজিয়ে দলবদল কার্যক্রম সারলো মোহামেডান ব্লুজ। গতকাল সন্ধ্যায় মোহামেডান ব্লুজ দল বদল করতে আসে খেলোয়াড়, কর্মকর্তা আর সমর্থক বেষ্টিত হয়ে। এ যেন সেই ৭০ কিংবা ৮০ এর দশকের মোহামেডান। একটা সময় ছিল যখন চট্টগ্রামের ফুটবল মানে মোহামেডান। সবশেষ ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রামের ফুটবলে অপ্রতিরোধ্য ছিল মোহামেডান। কিন্তু বি লিগ খেলতে গিয়ে হারিয়ে গেল মোহামেডান। এরপর মোহামেডান ব্লুজ বড়দের জায়গাটা দখল করেছিল। কিন্তু সেই মোহামেডান ব্লুজ সবশেষ কবে চ্যাম্পিয়ন হয়েছিল তা মনে করতে পারলেন না খোদ ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। তবে অতীত ভুলে নতুনভাবে যাত্রা শুরুর প্রত্যয় সাদাকালো শিবিরের।

দলে অনেক পরিবর্তন এসেছে। নতুন সভাপতি, নতুন ফুটবল চেয়ারম্যান, নতুন সম্পাদক এবং ম্যানেজার, সব মিলিয়ে এ যেন মোহামেডান ব্লুজের নব যাত্রা। দলের নতুন সভাপতি আবদুল বারেক জানালেন তারা তাদের সামর্থ্যটা মাঠেই দেখাতে চান। ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানালেন লম্বা সময় তারা ফুটবলে সাফল্য পাননি। আর সে সাফল্য খরা কাটাতে এবার তারা মাঠে নামছে। ফুটবল কিংবা ক্রিকেটে সাফল্য না পেলে সত্যিকার অর্থে খেলাধুলার স্বাদ পাওয়া যায় না। তাই এবার ফুটবলে সেরা হওয়ার স্বাদ পেতে চায় ঐতিহ্যবাহি দলটি। মোহাম্মদ ইউসুফ জানান যেহেতু জেলা ফুটবল এসোসিয়েশনের কিছু আইন কানুনের কারনে সব ফুটবলার দলে নেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা চট্টগ্রামের খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগের খেলোয়াড়দের নিয়ে দল গড়ার চেষ্টা করেছি। জাতীয় দলের দুজন ফুটবলারকেও আমরা নিশ্চিত করেছি। আশা করছি মাঠে সেরাটা দেখাতে পারব। তবে দল যেমনই গড়া হোক না কেন মাঠে যদি সেরাটা দিতে না পারেন তাহলে দল গঠনের স্বার্থকতা থাকবে না। ক্লাবের ফুটবল চেয়ারম্যান নুরুল আজিম জানান মোহামেডানের হারানো গৌরব কিছুটা হলেও ফেরানোর চেষ্টা করেছি আমরা। কারন বাংলাদেশে মোহামেডান একটি ব্রান্ড। আমরা আমাদের খেলোয়াড়দের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে মাঠে নামানোর চেষ্টা করব। ক্লাবের ফুটবল সম্পাদক আইনুল কবির জিতু, দলের ফুটবল ম্যানেজার আবুল হোসেন, ক্লাবের কর্মকর্তা মাসুদুর রহমান, আবু সৈয়দ মাহমুদ, নিজাম উদ্দিন, কোচ নাছির উদ্দীন সহ মোহামেডান ব্লুজের কর্মকর্তারা দলকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন।

সিজেকেএসসিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে গতকালের দলবদল কার্যক্রমে মোট ১৬ জন খেলোয়াড় গতকাল অংশগ্রহণ করেছেন। প্রিমিয়ার ফুটবল লিগে অংশগ্রহণকারী দল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষে ৩জন এবং চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে ১৩ জন খেলোয়াড় দলবদলে অংশগ্রহণ নেন।

পূর্ববর্তী নিবন্ধসেপাক টাকরো লিগে চ্যাম্পিয়ন মুক্ত বিহঙ্গ
পরবর্তী নিবন্ধসিজেকেএস হ্যান্ডবল লিগ কাল থেকে শুরু