নিজেদের মৃত লাশের সাথে তুলনা করছেন ডাচ কোচ

স্পোর্টস ডেস্ক  | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

বরাবরই বিশ্‌কাপে আসে ফেবারিটের তকমা নিয়ে। কিন্তু টোটাল ফুটবলের জনকদের বিদায়টা হয় একেবারে হতাশাজনকভাবে। এবারেও ফেবারিট হয়ে এসেছিল বিশ্বকাপে। কিন্তু আরো একবার বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হলো লুই ফন গালের নেদারল্যান্ডসকে। ২০১৪ বিশ্বকাপে এই আর্জেন্টিনার কাছেই সেমিফাইনালে টাইব্রেকারে হেরেছিল তারা। আবারও সেই টাইব্রেকার ট্র্যাজেডিতে কপাল পুড়লো ডাচদের। বিশ্বকাপে এতদূর এসে এমন করুণ বিদায়ে দলের খেলোয়াড়রা ভেঙে পড়েছে। ড্রেসিং রুমে গিয়ে খেলোয়াড়দের অবস্থা দেখে ডাচ কোচ তো বলেই বসলেন আমাদের সবার মৃত অবস্থা। আমরা যেন এক একটা মৃত লাশ। এমন হার কে সহ্য করতে পারে। এমন ভাবে ম্যাচে ফেরার পর টাইব্রেকারে হারতে হবে সে কে মানবে। টাইব্রেকার ভাগ্যটা সবসময়ই খারাপ ডাচদের। ম্যাচ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লুই ফন হাল বলেন, আমি খেলোয়াড়দের পেনাল্টি অনুশীলন করতে বলেছিলাম ক্লাব ফুটবলে। তারা সেটা ভালোভাবেই করেছে। ০২ ব্যবধানে পিছিয়ে পড়েও ২২ ব্যবধানে ম্যাচ শেষ করা দারুণ একটা অর্জন ছিল আমাদের জন্য। কিন্তু টাইব্রেকারে আবার হেরে গেলাম আমরা। আমরা পারলাম না। এমন ম্যাচে হেরে দুমড়ে মুচড়ে পড়েছে ডাচ ফুটবলাররা। দলটির কোচ বলেন, আমরা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছিলাম। শেষ পর্যন্ত লড়াইও করেছি। ফুটবলাররা ড্রেসিং রুমে মৃত লাশের মত পড়ে আছে। তারা তাদের সবটুকু দিয়েছে এবং আমি গর্ব করি তাদের নিয়ে। কিন্তু ভাগ্য হয়তো আমাদের সহায় ছিল না। খেলাধুলায় আপনাকে ভাগ্যেরও সহায়তা লাগবে। সেটা আমরা পাইনি। না হয় মাঠে আমরা সব করেছি। কিন্তু টাইব্রেকারে গিয়ে আমরা সব হারিয়ে ফেলেছি। তাই এমন হার মেনে নেওয়া বেশ কঠিন। যে কারনে আমাদের হতাশার যেন শেষ নেই।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করলেন কোচ তিতে
পরবর্তী নিবন্ধক্রোয়েশিয়াকে নিয়েও যথেষ্ট সতর্ক মেসি