আর মাত্র এক সপ্তাহ পরেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার বহুল প্রত্যাশিত সিরিজ। ২০ জানুয়ারী প্রথম ওয়ানডের মধ্য দিয়ে পর্দা উঠবে করোনার দশ মাস বিরতির পর শুরু হতে যাওয়া এই সিরিজের। ক্যারিবীয়দের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার মিশন ইতিমধ্যে শুরু করেছে লাল-সবুজের দল। এবার পালা ম্যাচ প্রস্তুতির। আজ বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে নিজেদের মধ্যে বিভক্ত হয়ে এই প্রস্তুতি শুরু করবে টিম বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলােেদশ সময় সকাল ৯টা মিনিটে ৪৫ মিনিটে। ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ সামনে রেখে টাইগাররা প্রস্তুতি শুরু করেছে গত ১০ জানুয়ারী থেকে। করোনার লম্বা বিরতির পর দলীয় অনুশীলনে ফিরে বেশ চনমনে হয়ে উঠেছে রাসেল ডমিঙ্গো শিষ্যরা। এবার অপেক্ষা ম্যাচ প্রস্তুতির।
সেটি হলেই উইন্ডিজ বধের মিশনে নিজেদের পুরোপুরি ঝালিয়ে নিতে পারবে স্বাগতিক শিবির।