নিজেদের ভেন্যুতে গিয়েও কপাল ফিরছেনা সিলেট স্ট্রাইকার্সের। ঢাকায় একটি ম্যাচ খেলেছিল সিলেট। সেটিতে হেরেছিল। আশা করেছিল নিজেদের ভেন্যুতে গিয়ে হয়তো জয়ের ধারায় ফিরবে। কিন্তু সেটাও হচ্ছেনা। নিজেদের ভেন্যুতে টানা দ্বিতীয় ম্যাচে হারল স্বাগতিকরা। আগের দিন রংপুর রাইডার্সের কাছে হেরেছিল সিলেট স্ট্রাইকার্স। গতকাল হারল বরিশালের কাছে। আর সিলেটের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে জিতল বরিশাল। গতকাল স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়েছে তামিমের দল। রিশাদ হোসেন এবং জাহানদাদ খানের দুর্দান্ত বোলিং এর পর তাওহিদ হৃদয় এবং কাইল মায়ার্সের দায়িত্বশীল ব্যাটিং বরিশালকে তৃতীয় জয় পাইয়ে দেয়। চার ম্যাচের তিন জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে বরিশাল। আর তিন ম্যাচের সবকটিতে হেরে সিলেট রয়েছে ষষ্ট স্থানে। চার ম্যাচের চারটিতে হেরে সবার নিচে ঢাকা।
টসে হেরে ব্যাট করতে নামা সিলেট প্রথম ওভারের তৃতীয় বলেই হারায় রনি তালুকদারকে। দ্বিতীয় উইকেটে জাকির হাসান এবং কর্নওয়েল মিলে ২৭ রান যোগ করেন। এবারের বিপিএলে প্রথম মাঠে নামা কর্নওয়েল ১২ বলে ১৮ রান করে ফিরেন শাহীন শাহ আফ্রিদির বলে। জাহানদাদ খানের করা ইনিংসের নবম ওভারের প্রথম তিন বলে ফিরেন মানসে এবং অ্যারন জোন্স। মানসে ১৩ বলে ২৮ রান করলেও রানের খাতা খুলতে পারেননি জোন্স। এরপর দ্রুত তানজিম সাকিব এবং রুয়েল মিয়া ফিরলে শতরান পার হতে পারবে কিনা সিলেট সে শংকা জেগেছিল। কিন্তু একাই লড়াই করে যান আরিফুল হক। মুলত তার ২৯ বলে ৩৬ রানের উপর ভর করে ১২৫ রানে অল আউট হয় সিলেট স্ট্রাইকার্স। তখনো বাকি ছিল ১০ বল। একটি চার এবং তিনটি ছক্কা মারেন আরিফুল। ফরচুন বরিশালের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন এবং জাহানদাদ খান। ২টি উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ।
১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফিরেন আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করা তামিম। কর্নওয়েলের বলে উইকেটের পেছনে জাকির হাসানের হাতে ক্যাচ দেন তামিম। দ্বিতীয়য় ওভারেই ফিরলেণ নাজমুল হোসেন শান্ত। ব্যর্থতার বলয় থেকে বের হতে পারছেননা বাংলাদেশ দলের অধিনায়ক। ৩ বলে ৪ রান করেন শান্ত। এরপর দলকে টেনে নিয়ে যান তাওহিদ হৃদয় এবং কাইল মায়ার্স। দুজন মিলে ১১৬ রান যোগ করে দলকে জয়ের কিনারায় নিয়ে গিয়ে বিচ্ছিন্ন হন। ২৭ বলে ৪৮ রান করে ফিরেন হৃদয় ২ রানের আক্ষেপ নিয়ে। পরের বলে চার মেরে ম্যাচ জিতিয়ে আসেন জাহানদাদ খান। কাইল মায়ার্স অপরাজিত ছিলেন ৩১ বলে ৫৯ রান করে। ৫টি চার এবং ৪টি ছক্কা মেরেছেণ তিনি। ৯.৩ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বরিশাল। সিলেটের পক্ষে ২টি উইকেট নিয়েছেণ তানজিম সাকিব।