নিজেদের পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে চান হাথুরুসিংহে

পুনে থেকে ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

বিশ্বকাপে বাংলাদেশ দল আজ এক রকম বাঘের সামনে পড়তে যাচ্ছে। কারণ এবারের বিশ্বকাপে শুরু থেকে স্বাগতিক ভারত যেভাবে খেলছে তাতে তাদের আপাতত বাঘই বলা যায়। অপরদিকে বাংলাদেশ দল যেন নিজেদের হারিয়ে খুঁজছে। অথচ জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের দুই ম্যাচে হেরে নিজেদের আত্নবিশ্বাসও যেন একেবারে তলানিতে চলে গেছে। যদিও বাংলাদেশ দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে তেমনটি মানতে চাননা। তিনি বলেন আমরা সত্যিকার অর্থে যে পরিকল্পনা নিয়ে মাঠে নামি সেটা বাস্তবায়ন করতে পারিনি। আমাদের ব্যাটিংটা ঠিকমত হচ্ছেনা এটা ঠিক। তবে সবাই চেষ্টা করছে। মনে রাখতে হবে দেশের সেরা ১৫ জন ক্রিকেটার কিন্তু বিশ্বকাপে খেলতে আসছে। ভারত যদিও নিজেদের সেরা সময় পার করছে, তার মানে এই নয় যে ভারতকে হারানো যাবেনা। তবে এটা ঠিক ভারতের ব্যাটিং এখন একেবারে সেরা সময় পার করছে। বিশেষ করে প্রথম সারির ব্যাটাররা। যেটা আমাদের হচ্ছেনা। তাদের বোলিংও এখন বেশ দারুণ। বিশেষ করে পেস বোলিং ইউনিট। নিজের দলের বোলিং নিয়েও সন্তুষ্ট কোচ। তাই আজকের ম্যাচে বাংলাদেশের পেস বোলিং ইউনিট ফ্যাক্টর হতে পারে বলেও মনে করছেন হাথুরুসিংহে।

টাইগার কোচ বলেন বিশ্বকাপে আমরা ভারতকে হারিয়েছি। এছাড়াও সবশেষ চার ম্যাচের তিনটিতে আমরা তাদেরকে হারিয়েছি। এশিয়া কাপের ম্যাচেও তারা আমাদের কাছে হেরেছে। মনে রাখতে হবে এটা বিশ্বকাপ। এটি ভিন্ন একটি টুর্নামেন্ট। ভিন্ন কন্ডিশন। কাজেই আগে হারিয়েছি বলে এবারও হারাব তেমনটি ভাবা যেমন ঠিক না তেমনি আবার হেরেই যাব তেমনটিও ভাবা যাবেনা। মাঠে আমাদের নিজেদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে। আর মাঠে সেটা বাস্তবায়নের দায়িত্ব ক্রিকেটারদের। আমরা আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। ভারতের বিপক্ষে যে সেরা ক্রিকেটটা খেলতে হবে সেটা মনে করিয়ে দিয়ে হাথুরুসিংহে বলেন এই মাঠে আমাদের ব্যাটিংটা অবশ্যই ভাল করতে হবে। যতটুকু জানি বা শুনেছি এই উইকেটে অনেক রান হয়। তাই রান তোলার কাজটা ব্যাটারদেরকেই করতে হবে। দলের একাদশ কেমন হবে বা টিম কম্বিনেশন কেমন হবে সে সম্পর্কে টাইগার কোচ বলেন ম্যাচের দিন সকালে এ বিষয়ে চিন্তা করতে হবে আমাদের। কারণ আমরা এখনো সাকিবের বিষয়টা নিশ্চিত হতে পারিনি। সাকিব খেলতে পারলে এক রকম একাদশ হবে আর না পারলে একাদশ হবে আরেক রকম। তবে মনে রাখতে আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। আর বিশ্বকাপে সেরা ক্রিকেট খেলার কোন বিকল্পও নেই। এখানে আপসেট হবে তেমনটি ভেবে বসে থাকার কোন সুযোগ নেই। আপসেট প্রতিদিন হয়না। আমরা সবাই মিলে চেষ্টা করছি কিভাবে ছন্দে ফেরা যায়। দলের সবার ভালো খেলার সামর্থ রয়েছে। হয়তো একটা খারাপ সময় যাচ্ছে। দলেল প্রথম সারির ব্যাটাররা একটু ভাল করতে পারলে আবার বাংলাদেশ দল দাঁড়িয়ে যাবে বলেও মনে করেন চন্দিকা হাথুরুসিংহে। আর সে ভাল সময়টা যেন আজ ভারতের বিপক্ষে আসে সে কামনাই করছেন টাইগার প্রধান কোচ।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল একাডেমি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন
পরবর্তী নিবন্ধভারতকে হারালেই সাকিবদের সঙ্গে ডেটে যাবেন পাকিস্তানি অভিনেত্রী