বাঁশখালী পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন ও সমাবেশ গতকাল শনিবার উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় । উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. আশীষ কুমার শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। উদ্বোধক ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট এস.এম তোফাইল বিন হোছাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামাল উদ্দিন, জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি নিতাই প্রসাদ ঘোষ, শ্যামল কান্তি দাশ, তাপস কুমার নন্দী প্রমুখ।












