জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের উদ্যোগে মেম্বারদের জন্য গত শুক্রবার সন্ধ্যায় নগরীর অ্যামব্রোসিয়া রেস্টুরেন্টে জেসিআই এক্সপ্লোর ট্রেইনিংয়ের আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিব অ্যাসিস্ট্যান্ট এরফান হক।
ট্রেইনিংয়ে উপস্থিত ছিলেন ইমিডিয়েট প্রাক্তন প্রেসিডেন্ট টিপু সুলতান শিকদার, প্রেসিডেন্ট আবু বকর শাহেদ (শান), জেনারেল সেক্রেটারি মোহাম্মাদ ইসমাইল (মুন্না), ভাইস প্রেসিডেন্ট আশরাফ উদ্দিন বান্টি ও আয়াজ ইসলাম চৌধুরী, ট্রেজারার জুনাইদ আহমেদ রাহাত, ডিরেক্টর শাহাব উদ্দিন চৌধুরী ও ইমন বড়ুয়া এবং অন্যান্য জেনারেল মেম্বারগণ।
ট্রেইনিংয়ের প্রধান সমন্বয়ক এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের জেনারেল সেক্রেটারি মোহাম্মাদ ইসমাইল (মুন্না) বলেন, নিজেদের দক্ষতা বিকাশের জন্য ট্রেইনিংয়ের কোন বিকল্প নেই। সে ভাবনা থেকেই মেম্বারদের জন্য ট্রেইনিংয়ের ব্যবস্থা করেছি। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের প্রেসিডেন্ট আবু বকর শাহেদ (শান) শুভেচ্ছা বক্তব্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের সকল মেম্বারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং লিডারশিপ ও বিজনেস স্কিল উন্নয়নের জন্য ভবিষ্যতে এই ধরনের আরও কর্মসূচি করার আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।