নিজেকে হারিয়ে ফেলেননি দাবি মোস্তাফিজের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

দেশের শুধু নয় মোস্তাফিজ তার বোলিং দিয়ে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছিলেন। তার কাটার বুঝতে অনেক সময় লেগেছে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের। কিন্তু সেই মোস্তাফিজ কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। তাই প্রশ্ন উঠেছে মোস্তাফিজুর রহমান কি বিশ্বসেরাদের কাতার থেকে ছিটকে পড়েছেন ? তিনি কি হয়ে গেছেন গড়পড়তা মানের বোলার ? যদিও এখনই এক বাক্যে এমন কথা বলে দেওয়া ঠিক হবে না। তবে কাটার মাস্টারের যে আগের সেই ধার নেই সেটা অনেকেই স্বীকার করবেন। যদিও মোস্তাফিজ নিজে মনে করছেন না সেটা। তিনি মানতে চাননা নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি। তার সমসাময়িক পেসারদের মধ্যে জাসপ্রিত বুমরাহ, কাগিসো রাবাদা, শাহিন শাহ আফ্রিদিরা অন্য উচ্চতায় চলে গেছেন। মোস্তাফিজ কেন পারছেন না। কেন তাকে আগের রূপে পাওয়া যাচ্ছে না। গায়ানায় তৃতীয় টি-টোয়েন্টির আগে এমন প্রশ্ন শুনে বাঁহাতি এই পেসার বললেন, আপনারা আগের মোস্তাফিজকে দেখতে না পেতে পারেন। আমি মনে করি আমার দিক থেকে সবকিছু এখনো ঠিক আছে। আমার অপারেশনের পর এক-দেড় বছর হয়তো তেমন ভালো ছিল না পারফরম্যান্স। শেখার তো শেষ নেই। উন্নতি প্রতিদিন করা যায়। আমি চেষ্টা করছি আরও উন্নতি করার জন্য। কি করে অন্য ভালো বোলারদের মতো হওয়া যায়। ফিটনেস বলেন, কোচদের পরামর্শ নেওয়া বলেন, আমি শিখছি আরও। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন মোস্তাফিজ। ইকোনমি ছিল ৯.২৫। উইকেট শিকার তো দুরের কথা, রান আটকে রাখার কাজটিও করতে পারেননি কাটার মাস্টার। খরুচে বোলিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে মোস্তাফিজ বলেন, এশিয়ান উইকেট একরকম, এশিয়ার বাইরের উইকেটটা বেশি ভালো। ট্রু উইকেট থাকে। আমি চেষ্টা করি আমার সেরাটা দেওয়ার। এশিয়ার মধ্যে দেখবেন অন্য দলের ১৫০ রান করতেও কষ্ট হয়। এশিয়ার বাইরে দুইশ রানও নিরাপদ না। এ কারণে ইকোনমিও বাড়তে পারে। আমি তেমনটাই মনে করি। নিজেকে ফিরে পেতে নতুন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কি কাজ করছেন জানতে চাইলে মোস্তাফিজ বলেন, সাদা বলে আমি মাত্র দুটি সেশন অনুশীলন করার সুযোগ পেয়েছি ডোনাল্ডের সাথে। বিশেষ করে টি-টোয়েন্টি নিয়ে। আর ওয়ানডের জন্য কাজ করেছি দক্ষিণ আফ্রিকায়। খুব বেশি দিন এখনো ওনাকে পাইনি। তবে কোচের পরিকল্পনাগুলো খুব ভালো লাগছে। আশা করছি সেগুলো কাজে লাগাতে পারলে আমার বোলিং আরো ভাল হবে। আমার সব সময় চেষ্টা থাকে সেরাটা দিয়ে বল করার। আর সেই চেষ্টা এখনো করে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধকিশোর ফুটবল লিগ ২০ জুলাই শুরু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৬.৬১ কোটি টাকা