নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৫:০১ পূর্বাহ্ণ

আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা জালালাবাদ, খন্দকিয়া, পাঁচলাইশ, মোহরা, ষোলশহর, নাছিরাবাদ জোন থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ব্যবস্থাপনায় চট্টগ্রাম অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ অনন্যা স্কয়ারে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন, গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশের চেয়্যারম্যান, শাহাজাদায়ে ইমামে আহলে সুন্নাত কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মুহাম্মদ এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুহাম্মদ আজম উদ্দীন, প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ি নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাযী মুহাম্মদ কামরুল আহসান আল কাদেরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধুমাত্র অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করার উদ্দেশ্যে জ্ঞান অর্জন নয়, নিজেকে সুনাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। শুধু অর্থের পিছনে দৌড়াতে গিয়ে মানবতা, নৈতিকতা শিষ্টাচার আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এর থেকে উত্তরনের জন্য আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি অনন্য ভূমিকা পালন করছে। মুহাম্মদ শাহ দেলোয়ার ও আরাফাত হোসাইন আলভীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আলী আকবর কোম্পানি, মুহাম্মদ ইউছুপ, শাহাজাদা কাযী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ জিয়াউদ্দীন হাশেমী, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ আলী আসলাম, মুহাম্মদ সিরাজ পাশা কোম্পানি, মুহাম্মদ ইব্রাহীম মিয়া, শাহরিয়ার চৌধুরী, মুহাম্মদ মঈনুউদ্দীন সমরকন্দী, মুহাম্মদ সাইমুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে জোন প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মোস্তফা, মুহাম্মদ মহিউদ্দীন, শফিউল আলম রিমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সুহৃদ সম্মেলনী
পরবর্তী নিবন্ধজনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়