রাশিয়ার বিখ্যাত সম্রাট পিটার দ্য গ্রেটের সঙ্গে নিজের তুলনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানায়। গত বৃহস্পতিবার ছিল পিটার দ্য গ্রেটের ৩৫০তম জন্মদিন। এ উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, সম্রাট পিটার দ্য গ্রেট একসময় বিপুল পরিমাণ অঞ্চল নিজের সাম্রাজ্যভুক্ত করেছিলেন। তিনিও (পুতিন) পিটারের মতোই দেশের জমি পুনরুদ্ধারের কাজে নেমেছেন। খবর বাংলানিউজের।
পিটার দ্য গ্রেট পরবর্তীকালে নিজের নাম সেন্ট পিটার্সবার্গ রাখেন। তার নামেই নামকরণ হয়েছে পুতিনের জন্মস্থান সেন্টপিটার্সবার্গের।
পুতিনের এই বিতর্কিত মন্তব্য নিয়ে সরব হয়েছে ইউক্রেন। দেশটির অভিযোগ, পিটার দ্য গ্রেটের কথা বলে পুতিন দখল করা অঞ্চলকে বৈধতা দিতে চাইছেন। কিন্তু কূটনীতিকরা তা মানতে পারেন না। তাদের ঠিক করে নিতে হবে, কোথায় তারা সীমান্ত চিহ্নিত করবেন।