নিজেকে মানবিক মানুষ হিসেবে তৈরি করতে হবে

কর্ণফুলীতে দুরন্ত দুর্বারের অনুষ্ঠানে লায়ন হাকিম আলী

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার সামাজিক সংগঠন দুরন্ত দুর্বারের দিনব্যাপী ঈদ পুনর্মিলনী এবং সংগঠনের নবগঠিত কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় ৩ শতাধিক সাবেক কর্মকর্তা। শুক্রবার সকাল দশটায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়।
দুরন্ত দুর্বারের সভাপতি আবদুল মালেক রানার সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো. সিরাজের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক ও সংগঠনের উপদেষ্টা লায়ন হাকিম আলী। তিনি বলেন, চরপাথরঘাটা এলাকায় শিক্ষাক্ষেত্র সহ আর্থসামাজিক উন্নয়নে দুরন্ত দুর্বারের ভূমিকা অনস্বীকার্য। দুরন্ত দুর্বার সবসময় এলাকার মানুষের জীবনযাত্রার মানউন্নয়নে কাজ করেছে। তিনি বলেন, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি নিজেকে একজন মানবিক মানুষ হিসেবে তৈরি করতে হবে। মানুষের সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যেতে হবে। পুনর্মিলনী অনুষ্ঠানে স্থানীয় বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেধাধী শিক্ষার্থীদের প্রদান করা হয় বিশেষ শিক্ষা উপকরণ। ঈদ পুনর্মিলনীতে সাবেকদের এই আনন্দ উৎসবে দুরন্ত দুর্বারের নব কমিটির আত্মপ্রকাশ করা হয়। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, সংগঠনের সাবেক সভাপতি মির্জা বাহার, সাবেক সভাপতি এম.এ মারুফ, মাস্টার আলী আহমদ, শামসুল আলম, কামাল রাজা, দিল আহমদ শাহীন, শেখ আহমদ, শেখ আহমদ, মির্জা ইসমাঈল, হারুন রশীদ, ছাবের উল্লাহ, এম এন আকতার, মহিউদ্দীন মঞ্জু, জলিল আহমদ, সেলিম খান, মুছা সিকদার, রমজান আলী, সাঈদ হোসেন রিমন, নুর উদ্দিন, রুবেল, আলী আজম, মনছুর, আরাফাত মামুন, আরিফ, ইমরান, আরাফাত রিয়ান, ফয়সাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যুরো অফ বিজনেস রিচার্সের ওয়েবনিয়ার
পরবর্তী নিবন্ধআবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে আসছে আজ