আইপিএলে পথ চলাটা বেশ ভালই কাটছিল মোস্তাফিজের। পারফরম্যান্সও বেশ ভালই ছিল। কিন্তু করোনার কারণে হঠাৎ আইপিএল বন্ধ হয়ে গেলে সবকিছু এলোমেলো হয়ে যায় এই পেসারের। করোনার কারনে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় আহমেদাবাদের একটি হোটেলে সস্ত্রীক কামরাবন্দী ছিলেন মোস্তাফিজুর রহমান। সেখানে কাটাতে হয়েছে পাঁচ দিন। এরপর দেশে ফিরে থাকতে হলো কঠিন কোয়ারেন্টাইনে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে হোটেলের কক্ষে স্ত্রীর সঙ্গে কাটাতে হয়েছে আরো ১২ দিন। যখন কোয়ারেন্টাইন মুক্ত হয়ে ঘরে ফিরলেন তখন দেখা গেল শ্রীলংকার বিপক্ষে সিরিজের বাকি মাত্র ছয় দিন। বরাবর ১৯ দিন এই পেসারকে কাটাতে হয়েছে ঘরে বসে। তাই প্রস্তুতি বলতে তেমন কিছুই তার নেই। এমতাবস্থায় ঘরের মাটিতে প্রত্যাশিত পারফর্ম করতে নিজেকে ভাগ্যের ওপরেই সঁপে দিলেন এই বাঁ-হাতি পেসার। কোয়ারেন্টাইন মুক্ত হয়ে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্য মাত্র তিন দিন সময় পেলেও সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। ভাগ্যের কী নির্মম পরিহাস অনুশীলনের প্রথম দিনটিও কাজে লাগাতে পারলেন না। বৃষ্টির প্রবল চোখ রাঙানিতে ড্রেসিং রুমে বসেই কেটে গেছে প্রথম দিনটা। সতীর্থদের সঙ্গে কেবল ফুটবল খেলে যা সময় পেয়েছিলেন সেটা পার করেছেন মোস্তাফিজ। অবশ্য গতকাল বুধবার দ্বিতীয় দিন তিন ঘণ্টার অনুশীলনের পুরোটাই কাজে লাগিয়েছেন কাটার মাস্টার। এরপর আর একদিন প্রস্তুতির সুযোগ পাবেন সেটা প্রথম ওয়ানডের ঠিক ২৪ ঘণ্টা আগে। তার আগে অবশ্য একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা নিজেদের মধ্যে। এই হলো তার তিনটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের আগে মোস্তাফিজের প্রস্তুতি। তাই কোন উপায় না দেখে মোস্তাফিজ আপাতত ভাগ্যের দিকেই তাকিয়ে আছেন। গতকাল অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মোস্তাফিজ জানান আইপিএল বন্ধ হয়ে যাওয়ার আগে থেকে দেশে এবং বিদেশে রুম কোয়ারেন্টাইন সহ ২৫ দিনের মধ্যে আমি কেবল একটি প্র্যাকটিস ও একটি ম্যাচ খেলেছি। এখন জানি না কি হবে। আমি আর সাকিব ভাই দুজনই ওরকমই প্রায় ছিলাম। তিন দিনের অনুশীলনের মধ্যে মধ্যে দুদিন কেটে গেছে। তবে সামনে যে সময়টা রয়েছে সেটা কাজে লাগাতে চাই। তারপরও নিজের পারফরম্যান্সের সবকিছু ভাগ্যের উপর সঁপে দিতে চাই। তবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে নিজের সেরাটা দেওয়ার। বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে তারুণ্য নির্ভর এক দল পাঠিয়েছে লংকান ক্রিকেট বোর্ড। তাদের বিপক্ষে অভিজ্ঞ বাংলাদেশের ফলাফল কী হবে তেমন প্রশ্নের জবাবে মোস্তাফিজ বলেন আন্তর্জাতিক ক্রিকেট যারা খেলছে তাদের কেউই ছোটখাটো নয়। আমার মনে হয় আমরা দুই দল সমান। উল্লেখ্য শ্রীলংকা আগামী বিশ্বকাপের জন্য তাদের দলটাকে সংগঠিত করার চেষ্টা করছে। আর সে কারণেই দলে তারুন্যের সংখ্যা বাড়িয়েছে লংকানরা। যাতে ২০২৩ সালের বিশ্বকাপের জন্য দলটাকে গড়ে তুলতে পারে।