নিজেকেই সৎ হতে হবে

সুলতানা কাজী | মঙ্গলবার , ৫ মার্চ, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

সততা একটা মহৎ গুণ। নিজের কাছে, কর্মক্ষেত্রে, সম্পর্কে সব জায়গাতেই সৎ থাকা ভীষণ প্রয়োজন এখন। নিজের কাছে নিজে সৎ থাকা সবচেয়ে বেশি দরকার। পৃথিবীর কেউ না জানলেও নিজের ব্যক্তিসত্তা জানে নিজে কী করেছি। নিজের কাছে নিজে পরিষ্কার থাকলে আত্মতৃপ্তি আসে মনে। এতে আত্মবিশ্বাসও বেড়ে যায় বহুগুণে। প্রতিটা কাজের জন্য নিজের জবাবদিহি থাকা জরুরি। সারাদিন কী কী কাজ করেছি এবং কেন করেছি সেটা নিজের কাছে নিজেকে প্রশ্ন করতে হয়! নিজের কাজের স্বচ্ছতা নিজেকে বজায় রাখতে হয়। নিজের ব্যর্থতার জন্য কখনো অন্যকে দোষারোপ করা ঠিক নয়। নিজের ভুল নিজে বের করতে হয়। নিজের মনের খবর নিজেকে জানতে হয়। অজুহাতকে পেছনে ফেলে দায়িত্বশীল হয়ে কাজে মনোনিবেশ করতে হয়। সততাকে জীবনে চ্যালেঞ্জ হিসেবে নিতে হয়। নিজেকে বিশুদ্ধ মানুষে পরিণত করতে প্রতিদিন একটু একটু করে ভালো কাজ করতে হয়। যেকোনো প্রতিকূল পরিবেশে সততাকে জীবনের পরম বন্ধু হিসেবে আগলে রাখতে হয়। তাহলে জীবন হয়ে উঠে নান্দনিক। অতীতের ভুলভ্রান্তি শুধরে সঠিক এবং সমীচীন কাজটাকে বুকে স্থান দিতে হয়। মানসিক শান্তি ও আত্মতৃপ্তির জন্য সবসময়ই নিজের কাছে নিজের সততা বজায় রাখা প্রয়োজন। জীবন হোক শুদ্ধতার। জীবন হয়ে ওঠুক সততার এবং সৎ উদ্দেশ্য দানা বাঁধুক মনে প্রাণে।.

পূর্ববর্তী নিবন্ধকলেজ বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি গবেষকদের জন্য উন্মুক্ত করা হোক
পরবর্তী নিবন্ধহতাশা নয়, আশা হোক জিয়নকাঠি