‘নিজাম উদ্দিন একজন আদর্শ সাংবাদিক ছিলেন। এলাকার নানা উন্নয়নের পরামর্শ নিয়ে তিনি আমার কাছে আসতেন। তার পরামর্শ নিয়ে আমরা মিরসরাইয়ের অনেক উন্নয়ন কাজ করেছি।’ গতকাল শনিবার মীরসরাই উপজেলা অডিটোরিয়ামে মিরসরাইয়ের ‘সাংবাদিকতার বাতিঘর’ খ্যাত মরহুম সাংবাদিক মুহাম্মদ নিজাম উদ্দিনের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। খবর বাসসের।
৮০’র দশকে মিরসরাইয়ের স্থানীয় সাংবাদিকতার পুরোধা নিজাম উদ্দিনের নাগরিক শোকসভায় সভাপতিত্ব করেন মিরসরাই উপজেলা নাগরিক কমিটির চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফছার। স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব এনায়েত হোসেন নয়ন। প্রধান সমন্বয়কারী এনায়েত হোসেন মিঠু ও যুগ্ম মহাসচিব আশরাফ উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চট্টগ্রাম ব্যুরো প্রধান কলিম সরওয়ার।
বিশেষ অথিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, বিজিএমইএ’র পরিচালক লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য আজহার মাহমুদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

![Mirsarai Photo[2]](https://dainikazadi.net/wp-content/uploads/2023/02/Mirsarai-Photo2.jpg)




