নিজস্ব ভুবনে নিজস্ব আবহ সৃষ্টি করতে পেরেছেন নাসের রহমান

প্রকাশনা উৎসবে আজাদী সম্পাদক

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, নাসের রহমান একজন বহুমাত্রিক মানুষ। তিনি একজন কথাসাহিত্যিক হিসেবে যেমন ব্যাপক পরিচিত, তেমনি প্রাবন্ধিক ও কলাম লেখক হিসেবেও সমান জনপ্রিয়। কথাসাহিত্যে তাঁর ব্যক্তিগত ও সামাজিক ইতিহাস প্রাধান্য পেয়েছে। তিনি একজন সামাজিক দায়বদ্ধ লেখক। সামাজিক সমস্যা, দ্বন্দ্ব তাঁর লেখার অন্যতম বিষয়বস্তু। প্রকৃতি, প্রেম, ভাষাআন্দোলন, মুক্তিযুদ্ধ সবই উঠে এসেছে তাঁর লেখায়। তাঁকে আমরা বলতে পারি একজন সার্থক লেখক। নিজস্ব ভুবনে নিজস্ব আবহ তিনি সৃষ্টি করতে পেরেছেন। তিনি আরো বলেন, তিনি যখন প্রবন্ধ লেখেন, তখনও তিনি সার্থক। সমাজের নানা অসংগতি তিনি তুলে ধরেন তাঁর প্রবন্ধ ও কলামে। আজাদীতে তিনি দীর্ঘদিন ধরে লিখছেন। লিখছেন গল্প, প্রবন্ধ ও কলাম। বলা যায় তাঁর প্রতিটি রচনা সমাজনির্ভর দলিল। নাসের রহমান গল্পে স্বপ্নের ভুবন তৈরি করেন বাস্তবতার নিরিখে, শিল্পের ধারায়। তাঁর গল্পগুলোর কাহিনির বুনোট, পরিবেশ নির্মাণ অত্যন্ত চমৎকার। বাস্তবতার অভিজ্ঞতা থেকে দেখা গল্পগুলো এমনভাবে তৈরি করেন যা পাঠকের অন্তরজগতের ভাবনাকে অনুরণিত করে।

আজাদী সম্পাদক এম এ মালেক গতকাল শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘প্রাণবন্ত কথাসাহিত্যিক নাসের রহমান’ শীর্ষক সম্মাননা গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

তৃতীয় চোখ’ থেকে আলী প্রয়াসের সম্পাদনায় প্রকাশিত প্রাণবন্ত কথাসাহিত্যিক নাসের রহমান’ শীর্ষক সম্মাননা গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ প্রফেসর ড. মইনুল ইসলাম। আলোচক ছিলেন প্রফেসর রীতা দত্ত ও অধ্যাপক সনজীব বড়ুয়া। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফেলো রাশেদ রউফের সভাপতিত্বে ও আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রকাশনা উৎসব পরিষদের আহ্বায়ক অরুণ শীল। শুভেচ্ছা বক্তব্য দেন ফজল হোসেন, কবি আলী প্রয়াস, এহসানুল আজিম চৌধুরী। অনন্যধারার চলতি সংখ্যাটি নাসের রহমানকে নিয়ে প্রকাশিত হয়। অনুষ্ঠানে এটির মোড়ক উন্মোচন করা হয়।

প্রফেসর ড. মইনুল ইসলাম বলেন, নাসের রহমান আমার ছাত্র। আমি সবসময় তাকে অনুপ্রাণা দিতাম, সাহস যোগাতাম। আমি তার লেখা পড়ি। তার প্রবন্ধ এবং কলামে সমাজের নানা চিত্র সুন্দরভাবে ফুটে উঠে। বিশেষ করে বাংলাদেশের সমাজ রাজনীতি এবং অর্থনীতি চিত্র ফুটে তার কলামে। আমরা যারা কলাম লিখি জাতির কাছে আমাদের দায়বদ্ধতা আছে। নাসের রহমানও সেই দায়বদ্ধতা থেকে লেখালেখি চালিয়ে যাচ্ছেন।

অনুষ্ঠানে লেখক পরিচিতি পাঠ করে শোনান নাজনীন হক। গ্রন্থ তালিকা তুলে ধরেন কোহিনুর শাকি। রচনা থেকে পাঠ করেন সৌভিক চৌধুরী, সিমলা চৌধুরী, প্রতিমা দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাজাজ পালসার ডুয়েল এফ ২৫০ চ্যানেল এবিএস মোটরসাইকেল উদ্বোধন
পরবর্তী নিবন্ধটানা ছুটিতে পর্যটকে মুখর রাঙামাটি