নিগারের ঝড়ো ব্যাটিংয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের

নারী বিশ্বকাপ বাছাই পর্ব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৬ এপ্রিল, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

আগামী নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ নারী দল ৩৪ রানে হারিয়েছে স্কটল্যান্ড নারী দলকে। এই জয়ে ব্যাট হাতে দারুণ ভুমিকা রেখেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। গতকাল ঝড়ো হাফ সেঞ্চুরি করেছেন জ্যোতি। টুর্নামেন্টে তার ব্যাট দুর্দান্তভাবে হাসছে। প্রথম ম্যাচে দেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে হাফ সেঞ্চুরি। গতকাল করলেন দেশের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি। নিগার ছাড়াও দলের জয়ে ভুমিকা রাখেন ফারজানা এবং শারমিনের হাফ সেঞ্চুরি। আর বল হাতে জান্নাতুলনাহিদারা দায়িত্বটা পালন করেছেন যথাযথ। ফলে আরো একটি সহজ জয় তুলে নিল বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ইশমা তানজিমের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ১০৩ রানের জুটি গড়েন ফারজানা ও শারমিন। প্রথম ম্যাচে দুজন মিলে যোগ করেছিলেন ১০৪ রান। সব মিলিয়ে এটি তাদের চতুর্থ শতরানের জুটি। বাংলাদেশের আর কোনো জুটির দুটির বেশি শতরান নেই। এছাড়া বাংলাদেশের প্রথম জুটি হিসেবে ওয়ানডেতে এক হাজার রান করার রেকর্ডও গড়লেন ফারজানা ও শারমিন। ৬৭ বলে হাফ সেঞ্চুরি করে বেশিক্ষণ টিকতে পারেননি ফারজানা। ৮৪ বলে ৫৭ রান করে আউট হন তিনি। এটি তার ক্যারিয়ারের ১৫তম ফিফটি। শারমিনের ব্যাট থেকেও আসে ৫৭ রান। ৫৯ বলের ইনিংসটিতে ৭টি চার মারেন তিনি। পরে সোবহানা মোস্তারি, রিতু মনিরা দ্রুতই ফিরলে দলের দায়িত্ব নেন নিগার। মাত্র ৩৯ বলে তিনি করেন ক্যারিয়ারের দশম ফিফটি। ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুনের সঙ্গে ৪৪ বলে গড়ে তোলেন ৬১ রানের জুটি। যেখানে ফাহিমার অবদান ২২ বলে ২৬ রান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে করা ২৭১ রান ছিল এতদিন সর্বোচ্চ। নিগার সুলতানা জ্যোতি অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন ৮৩ রানে। তার ৫৯ বলের ইনিংসটিতে ১১টি চারের মার ছিল। জবাবে ব্যাট করতে নামা স্কটল্যান্ডকে শুরুতেই ধাক্কা দেন মারুফা আকতার। এরপর বলতে গেলে দলটির টপ অর্ডারের ব্যাটাররা দাড়াতে পারেনি। চার নাম্বারে নামা সারা ব্রেস ৪২ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। এরপর দ্রুত মেগান ম্যাককল এবং ক্যাথেরিন ফ্রেশার ফিরলে ১১০ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে স্কটল্যান্ড। অষ্টম উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তুলেছিলেন প্রিয়ানাজ চ্যাটার্জি এবং রাচেল স্ল্যাটার। রেকর্ড ১১৫ রান করে এ দুইজন। দুইজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। কিন্তু দলকে জেতাতে পারেনি। প্রিয়ানাজ ফিরেন ৬৩ বলে ৬১ রান করে। শেষ পর্যন্ত ২৪২ রানে থামে স্কটল্যান্ড নারীদের ইনিংস। ৭৩ বলে ৬১ রানে অপরাজিত থাকে রাচেল স্ল্যাটার। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার নিয়েছেন ৪ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২১ এপ্রিল চুয়াডাঙ্গা যাবে চট্টগ্রাম বিভাগীয় দল
পরবর্তী নিবন্ধবিসিবিতে দুদকের অভিযানে আর্থিক অসঙ্গতির অভিযোগ