২৮ সেপ্টেম্বর রাউজান থেকে নিখোঁজ হয়েছিল দুই বোন। তাদের উদ্ধারে অভিযানে নামে র্যাব। গতকাল শনিবার তাদের উদ্ধার করা হয়েছে বলে রাউজান থানা এসআই অজয় শীল আজাদীকে জানিয়েছেন। গত রাত ১১টায় তিনি জানান, র্যাব উদ্ধার করা দুই বোনকে থানায় হস্তান্তর করতে নিয়ে এসেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা বাইরে থাকায় তাদের আনুষ্ঠানিকভাবে এখনো গ্রহণ করা হয়নি। দুই বোনকে উদ্ধার করা হয়েছে দক্ষিণ চট্টগ্রামের একটি উপজেলা থেকে।
গত শুক্রবার রাতে র্যাবের একটি দল রাউজানে এসে নিখোঁজ দুই বোনের দুই চাচাকে সাথে নিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে, র্যাব নিরুদ্দেশ হওয়া দুই বোনকে উদ্ধারে তাদের সহায়তা নেয়।
রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের শীলপাড়ার সৌদি আরব প্রবাসী মিন্টু শীলের দুই মেয়ে ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নিঝুম শীল (১৬) ও তার প্রতিবন্ধী ছোট বোন ঋর্তিকা শীল (৮) স্কুলে যাওয়ার জন্য বের হয়ে নিরুদেশ হয়। এই ঘটনায় তাদের চাচা ঝুন্টু শীল ২৯ সেপ্টেম্বর রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করেন। এই ঘটনার পর দুই বোনের সন্ধানে তৎপর হন তাদের প্রতিবেশী ইউপি সদস্য মিঠু শীল। ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছিলেন পুলিশের এসআই আক্কাস আলী। ২ নভেম্বর তিনি বলেছিলেন নিখোঁজ দুই বোনের অবস্থান শনাক্ত করা গেছে। গত রাতে মেম্বার মিঠু শীল জানান, র্যাবের একটি দল নিখোঁজ দুই বোনের দুই চাচাকে সাথে নিয়ে গেছে। তিনি জানতে পেরেছেন দুই বোনকে উদ্ধার করে নিয়ে আসছে র্যাব।
উল্লেখ্য, দুই বোনের মা নেই। বাবা প্রবাসে থাকলেও তাদের দেখাশোনা করতেন দুই চাচা। নিখোঁজের পর জানা গিয়েছিল নিঝুম শীলের সাথে লোহাগাড়া উপজেলার এক সৌদি প্রবাসীর প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ তখন এই তথ্যের সূত্র ধরে সেখানে তদন্তে গিয়ে না পেয়ে ফিরে এসেছিল। এখন তাদের নিখোঁজ হওয়ার রহস্য জানা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।










