নিখোঁজ সাংবাদিক সারোয়ার সীতাকুণ্ডে উদ্ধার

আজাদী অনলাইন | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ৮:৫৮ অপরাহ্ণ

সীতাকুণ্ডের কুমিরা থেকে উদ্ধার হয়েছেন নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ার। নিখোঁজের চার দিনের মাথায় তিনি উদ্ধার হলেন।
আজ রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিরা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, “সাংবাদিক গোলাম সারোয়ারকে কুমিরা বাজার এলাকার একটি খালের পাড়ে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। তখন তাকে উদ্ধার করা হয়।” বিডিনিউজ
সারোয়ার কীভাবে সেখানে গেলেন-জানতে চাইলে তিনি বলেন, “সাংবাদিক সারোয়ার সুস্থ আছেন বলে মনে হয়েছে। তার সাথে কথা বলার পর বিস্তারিত জানা যাবে।”
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের চট্টগ্রামের স্টাফ রিপোর্টার গোলাম সারোয়ার।
কোনো খোঁজ না মেলায় ঐ দিন কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাপ্তাহিকটির চট্টগ্রাম ব্যুরো প্রধান জোবায়ের সিদ্দিকী।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পরিবহন ব্যবসায়ী খুনের ঘটনায় ১০ আসামী কারাগারে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার