নাজমুল (২২) নামে নিখোঁজ এক লেগুনা চালকের জবাই করা লাশ মিলল হাটহাজারীর কুয়াইশ অনন্যা আবাসিক এলাকার পার্শ্ববর্তী লালা চন্দ্রবিলে। গতকাল মঙ্গলবার লাশটি উদ্ধার করে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি ও র্যাব-৭।
জানা যায়, নাজমুল গোপালগঞ্জের ব্রাহ্মণডাঙ্গা এলাকার মজনু শেখের ছেলে। তিনি নগরীর সাগরিকা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত শনিবার তিনি লেগুনা নিয়ে ভাড়ায় মদুনাঘাট আসেন। এরপর থেকে নিখোঁজ হন। এ ব্যাপারে তার বাবা বাদী হয়ে নগরীর পাহাড়তলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ জাব্বারুল ইসলাম বলেন, র্যাব-৭ ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ি নাজমুলের লাশ ও ছিনতাই হওয়া লেগুনাটি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নাজমুলের বাবা মজনু শেখ বলেন, গত শনিবার নাজমুল নিখোঁজ হন। গতকাল মঙ্গলবার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।












