নিখোঁজ বৃদ্ধ আবু সৈয়দকে খুঁজছে পরিবার

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আবু সৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধ তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মালেকুজ্জামানের ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত ৯ ডিসেম্বর দুপুর প্রায় ১২টার দিকে আবু সৈয়দ আনোয়ারা থানাধীন কেজি ভবন এলাকায় অবস্থিত তাদের ভাড়া বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আর ফেরেননি। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ বাড়ছে।

নিখোঁজ ব্যক্তির স্ত্রী ইসলাম খাতুন আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়েরির মাধ্যমে বিষয়টি জানান। তিনি বলেন, “তিন দিন ধরে স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছি না। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ নিয়েছি। খুব চিন্তায় আছি।”

এবিযষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জুনায়েত চৌধুরী বলেন, “নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

কেউ তার সন্ধান পেলে ০১৮২৮৮৩৩০২৩ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন স্বজনেরা।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে ভিউএক্সচেঞ্জ প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধবিপণি বিতানে আরো অত্যাধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে