অস্ট্রেলিয়ায় বন্ধুদের সঙ্গে মাছ ধরার সময় নিখোঁজ হওয়া ব্যক্তির দেহাবশেষ মিলেছে কুমিরের পেটে। ওই ব্যক্তির নাম কেভিন দারমোদি। গত শনিবার ৬৫ বছর বয়সী দারমোদিকে সর্বশেষ দেখা গিয়েছিল কেনেডিস বেন্ড নামক অঞ্চলে। এই অঞ্চলটি নোনাপানির কুমিরের আবাসস্থল। এর অবস্থান কুইন্সল্যান্ডের উত্তরের দিকে। খবর বাংলানিউজের।
দুদিন ওই অঞ্চলে খোঁজার পর পুলিশ দুটি কুমিরকে গুলি করে। পরে একটি কুমিরের পেটে মানুষের দেহাবশেষ পায়। পুলিশ বলছে, দারমোদির করুণ মৃত্যু হয়েছিল। আনুষ্ঠানিক শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।