নিখোঁজ কলেজ ছাত্র দুর্জয়কে উদ্ধারের দাবি

প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজের ছাত্র এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য নিখোঁজ দুর্জয় বড়ুয়ার উদ্ধারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তার মা বলেন, গত ২১ মে থেকে সে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে ইপিজেড থানা ও র‌্যাব-৭ এ জিডি করা হয়েছে। এছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়েও আজ পর্যন্ত কোন উদ্ধার তৎপরতা চোখে পড়েনি। তাই মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে নিখোঁজ দুর্জয়ের মা হিসেবে আকুল আবেদন জানাই। গতকাল বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ আবেদন জানান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকাকালীন একজন মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে ধর্না দিয়ে নিখোঁজ দুর্জয়ের কোন তথ্য পান নি।

এ মূহূর্তে প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি যেভাবে বিভিন্ন ট্র্যাজেডি নিজের চোখ দিয়ে দেখেন এটাও আপনাকে ঐ চোখ দিয়ে দেখতে হবে। নিখোঁজ মেধাবী ছাত্র দুর্জয় বড়ুয়াকে তার মাতা-পিতার কাছে ৪৮ ঘণ্টার মধ্যে হস্তান্তর করতে হবে, অন্যথায় আমরণ অনশনসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা আবু তালেব