নিখোঁজ অস্তিত্ব

মৃন্ময়ী মৃম | বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

এই শহরের দেওয়াল জুড়ে প্রেম হীনতার গল্প লেখা

হাজার লোকের ভিড়, তবু সব মানুষই হাঁটছে একা

সব মানুষই নিখোঁজ এখন খুঁজছে না আর কেউ কাউকে

ল্যাম্পপোষ্টের আবছা আলোয় মুখোশ বিহীন পাবে কাকে!

নিখোঁজ মানুষ, একলা শহর একলা রাতের সহবাসে

হঠাৎ করে খুঁজছে দেখো নিজের ভেতর আপনটাকে

সেই যে কবে হারিয়েছিল স্মরণে তার আসে না আর

সুখের খোঁজে ছুটতে ছুটতে পৌঁছে গেল শেষ পারাবার।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠুরতমা
পরবর্তী নিবন্ধঅশ্রু