নিখোঁজের তিনদিন পর কক্সবাজার সদরের পিএমখালীর যুবক মিনহাজ উদ্দিন তুষারের (৩৫) মরদেহ মিলেছে বাঁকখালী নদীর রামু এলাকায়। গতকাল রোববার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী এলাকার বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে সবজি ক্ষেতে কাজ করতে গেলে চাষিরা নদীর মোহনায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। কক্সবাজারের সদরের ঝিংলজা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুর রশিদ বলেন, ‘নিহতের দেহ তল্লাশিতে প্যান্টের পকেটে পাওয়া দুটি মোবাইল ও সিম কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে পিএমখালীর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহাগের মাধ্যমে স্বজনরা এসে যুবকের পরিচয় নিশ্চিত করেন।’ পরিবারের সদস্যরা জানান, নিহত যুবক মিনহাজ তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। ইউপি সদস্য সোহাগ জানান, পরিবার ভেবেছিলো, বন্ধুবান্ধবের সাথে কোথাও গেছে। কিন্তু আকস্মিক মরদেহ পাওয়ায় শোকে স্বজনরা ভেঙে পড়েছেন। তবে কারা, কি কারণে হত্যা করেছে তাও নিশ্চিত নয় পরিবারের সদস্যরা। রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এটি হত্যা না অন্য কোনো কারণে মৃত্যু; তার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।’












