ফটিকছড়িতে নিখোঁজের ১৬ দিন পর আবু তাহের প্রকাশ বোচা মিয়া (৬৩) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে উপজেলার নারায়ণ হাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের হযরত শাহ সুন্দর শাহ (রঃ) আস্তানার পাশে রাজার টিলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবু তাহের নারায়ণ হাট ইউপির হাপানিয়া বত্তারখিল গ্রামের হাসি মিয়ার পুত্র।
জানা যায়, রাজার টিলায় গরু চড়াতে গিয়ে দুই কিশোর লাশটি দেখতে পায়। এরপর বিষয়টি স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আবদুল হালিম বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলে জেনেছি গত ১৬ দিন ধরে আবু তাহের নিখোঁজ ছিল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ব্যাপারে ভূজপুর থানার ওসি মাহবুবুল আলম বলেন, নিখোঁজ একজন বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।