নিখোঁজের ১৬ দিনেও খোঁজ নেই স্কুলছাত্র মারুফের

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৪:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের ছলিমপুরে মো. মারুফ হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের নিখোঁজের ১৬ দিনেও খোঁজ মিলেনি। নিখোঁজ মারুফ সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর ৫ নম্বর ওয়ার্ডের কালু শাহ নগর এলাকার এজাজ হোসেন বাবুলের ছেলে এবং স্থানীয় মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে গত ২৪ সেপ্টেম্বর বাড়ি থেকে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পাড়া প্রতিবেশির কাছে খোঁজ করেও তার হদিস মিলেনি। পরদিন এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মারুফের পিতা এজাজ হোসেন জানান, তার সন্তান অপহৃত হয়ে থাকতে পারে।
সীতাকুণ্ড থানার এসআই মো. মামুন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তাকে অপহরণ করা হয়েছে কিনা তা বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে। বিভিন্ন স্থানে খোঁজ নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ৩ আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন পিবিআইয়ের
পরবর্তী নিবন্ধকাৎ হয়ে পড়া ট্রাকের পেছনে ধাক্কা কাভার্ড ভ্যানের